.

কোমল পানীয় পান করার ক্ষতিসমূহ এবং যা করা উচিত




বাজারে হাতের নাগালেই পেয়ে যাবেন নাম জানা অজানা নানান কোমল পানীয় অর্থা যাকে আমরা আদর করে ডাকি এনার্জি ড্রিকংসআমরা অনেকেই জানি না যে এই সব এনার্জি ড্রিকংস গুলোতে আসলে কি থাকেতবে খেতে অবশ্য বেশ মজা পাইকারণ কোমল পানীয় গুলো আসলে খেতে ভারি মজাদারকিন্তু প্রশ্ন হলো, নাম কোমল পানীয় হলেও তা কি সত্যি আমাদের দেহের জন্য কোমলীয়? নাহ একদম নাকোমল পানীয় আমাদের দেহের জন্য মারাত্তক ক্ষতি কর মুলত কোমল পানিতে আছে ফসফরিক এসিড, ক্যাফেইন, সুগার, কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম ইত্যাদিযা মুলত আমাদের দেহের ক্ষতি করার পাশা পাশি কোলেস্ট্রল মানে অতিরিক্ত মেদ বাড়িয়ে দেয়সহজ কথায় আমাদের শরীরের ওজন বৃদ্ধি করেযাই হোক আজ আমি আপনাদের সামনে এই কোমল পানীয়র কিছু বিশেষ ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরবো

ক্ষতিকর দিক সমূহঃ
  • দুধ, ভিটামিন ডি, বি৬, বি১২, ক্যালসিয়ামের শোষণ হ্রাস পায়যার ফলে হাড়ের ঘনত্ব কমে
  • দাঁতের এনামেল নষ্ট হয়ক্যাবিজের ঝুঁকি বৃদ্ধি পায়
  • দেহে কোলেস্ট্রল বৃদ্ধি করে মানে শরীরের ওজন বাড়ায়ক্ষুদা মন্দা সৃষ্টি করে এবং অতিরিক্ত পানে তা বৃদ্ধি পেতে থাকে
  • কোমল পানীয় অ্যাসিডিক, তাই অ্যাসিডিটি বাড়ায়
  • কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে
  • চামড়ায় ভাঁজের সৃষ্টি হয়ফলে চেহারায় বয়সের ছাপ পড়ে
যা করা উচিতঃ
  • যতদুর সম্ভব কোমল পানীয় পান করা থেকে নিজেকে বিরত রাখুন
  • যদি পান করা থেকে বিরত না থাকতে পারেন তাহলে নিয়মিত নয়, মাঝে মাঝে (২০০-২৫০ মিলি) পান করতে পারেন
  • খালি পেটে কখনোই পান করবেন না
  • ক্ষার জাতীয় খাবার খাওয়ার পর পান করুন
  • কোমল পানীয় পান করার সময় স্ট্র ব্যবহার করুন
  • পান করার পর ব্রাস করে নিতে ভুলবেন না যেন
কিছু সাধারণ ও সহজ নিয়ম মেনে চলা উচিতশুধু কোমল পানীয় পানের ক্ষেত্রে নয়সব ক্ষেত্রেইআমি বলবো কোমল পানীয় পানের মায়া ত্যাগ করুনএতে আপনার নিজেরই উপকার হবেকারণ এই সব ফাষ্টফুড শরীরের জন্য এতটাই ক্ষতিকর যে যা আমরা কখনোই কল্পনা করতে পারবো না

Share this

Related Posts

Previous
Next Post »

.