.

ভেজালমুক্ত আম খান, সুস্থ থাকুন



বাজারে সুস্বাদু আম চলে এসেছেহরেক রকমের নাম, হরেক রকমের স্বাদফল খেলে শরীর সুস্থ থাকে, সতেজ থাকেআর দেশীয় ফল কিরকম সুস্বাদু, সেটাতো বলার দরকার নাইআর আম হলেতো কথাই নাইকিন্তু এ সুস্বাদু ফলে যদি কেমিক্যাল মিশানো থাকে, তাহলে সে ফল আপনার জন্য আতংকের কারণ হয়ে থাকেএমনকি মৃত্যুর কারণও হতে পারেসেজন্য আম কেনার সময় সতর্ক থাকতে হবেনা হলে ভাল কিছু খাওয়াতে গিয়ে নিজের পরিবারের আপন মানুষদেরকে বিষ খাওয়াতে হতে পারে

কিভাবে চিনবেন কেমিক্যালযুক্ত আম?

১. প্রথমেই লক্ষ্য করুন, আমের গায়ে মাছি বসছে কি-নাএর কারণ, ফরমালিন যুক্ত আমে মাছি বসে না
২. আম গাছে থাকা অবস্থায় বা গাছপাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকেকিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর
৩. কারবাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন কেননা আমগুলো কাঁচা অবস্থাতেই পেড়ে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয়গাছ পাকা আমের ত্বকে দাগ পড়বেই
৪. গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবেগোঁড়ার দিকে গাঢ় রঙ হবে, সেটাই স্বাভাবিককারবাইড দেওয়া আমের আগাগোড়া হলদেটে হয়ে যায়, কখনো কখনো বেশি দেওয়া হলে সাদাটেও হয়ে যায়
৫. হিমসাগর ছাড়াও আরও নানান জাতের আম আছে যা পাকলেও সবুজ থাকে, কিন্তু অত্যন্ত মিষ্টি হয়গাছপাকা হলে এইসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়েওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীর হয় মসৃণ ও সুন্দর
৬. আম নাকের কাছে নিয়ে ভালো করে শুঁকে কিনুনগাছ পাকা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবেওষুধ দেওয়া আম হলে কোনো গন্ধ থাকবে না, কিংবা বিচ্ছিরি বাজে গন্ধ থাকবে
৭. আম মুখে দেওয়ার পর যদি দেখেন যে কোনো সৌরভ নেই কিংবা আমে টক বা মিষ্টি কোনো স্বাদ নেই, বুঝবেন সে আমে ওষুধ দেওয়া
৮. আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিনএমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে নাগাছ পাকা আম হলে গন্ধে মৌ মৌ করে চারপাশওষুধ দেওয়া আমে এ মিষ্টি গন্ধ হবেই না
৯. আমের গায়ে সাধারণত এক ধরনের সাদা পাউডারের মতো থাকেযা পানিতে বা ফরমালিনে চুবালে চলে যায় এটাও খেয়াল রাখুন
১০. কেমিক্যালে পাকানো আম হলুদ না হয়ে সাদার মত রং ধারণ করেঅনেক সময় ক্রেতার নজর কাড়তে ও আমের গায়ে থাকা দাগ দূর করতে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়কিছু আম আছে যে পাকলেও চামড়া সবুজ থাকে এরকম আম ক্রেতারা দেখেই কিনতে চায় নাতাই এরকম ক্রেতাদের ভুলের কারণেও কেমিক্যালের ব্যাবহার হয়
আশাকরি. এ ১০টি টিপস মেনে চললে কেমিক্যাল মুক্ত আম কিনতে পারবেন আপনি মনে রাখবেন কেমিক্যালযুক্ত আম লিভারের সমস্যা থেকে শুরু করে ক্যান্সারের কারণ পযন্ত হতে পারে

Share this

Related Posts

Previous
Next Post »

.