.

পেটের মেদ কমাতে নিয়মিত ব্যায়াম করুন



যারা নিয়মিত বসে কাজ করেন, তাদের জন্য পেটের মেদ একটি মারাত্মক সমস্যা যতই সুন্দর হোক, পেটের মেদের কারণে দেখতে খুব বিশ্রী লাগেঅনেক সময় দেখা যায় শরীরের অন্যান্য অংশে তেমন মেদ নেই, কিন্তু পেটের মেদ পুরো ফিটনেস্‌টাকেই নষ্ট করে দিচ্ছেএমতাবস্থায় খাদ্য নিয়ন্ত্রন করেও পুরোপুরি কাজ হয়নাআসলে খাদ্য নিয়ন্ত্রনের পাশাপাশি প্রতিদিন এমন কিছু ব্যায়ামের অনুশীলন করা উচিত যেগুলো সরাসরি পেটের মেদের উপর কাজ করে, সেক্ষেত্রে অনেক ভাল ফল পাওয়া সম্ভবআজকে এরকমই ৩টি ব্যায়ামের কথা আলোচনা করবো
প্রথমে মেঝেতে সোজা হয়ে শুয়ে পরুন
হাতদুটো মাথার পেছনে রাখুনদুই পা সোজা করে একটু উপরে ওঠান
এবার বাম পা সোজা রেখে ডান পা ভেঙে বুকের কাছে নিয়ে আসুন
এসময় আপনার কোমড় থেকে উপরিভাগ বাম দিকে একটু কাত করুন
একইভাবে ডান পা সোজা রেখে বাম পা ভেঙে পূণরায় করুন, যেন মনে হয় আপনি শুয়ে শুয়ে সাইকেল চালাচ্ছেন
এই ব্যায়ামটি এক মিনিট করে প্রতিদিন ৩বার করার চেষ্টা করুনএটি আপনার পেটের পেশীর ওপর অনেক চাপ সৃষ্টি করে, যা মেদ কমাতে কার্যকরী ভূমিকা রাখে

ব্যায়াম-১: বাইসাইকেল ক্রাঞ্চ

প্রথমে মেঝেতে সোজা হয়ে শুয়ে পরুন
হাতদুটো মাথার পেছনে রাখুনদুই পা সোজা করে একটু উপরে ওঠান
এবার বাম পা সোজা রেখে ডান পা ভেঙে বুকের কাছে নিয়ে আসুন
এসময় আপনার কোমড় থেকে উপরিভাগ বাম দিকে একটু কাত করুন
একইভাবে ডান পা সোজা রেখে বাম পা ভেঙে পূণরায় করুন, যেন মনে হয় আপনি শুয়ে শুয়ে সাইকেল চালাচ্ছেন
এই ব্যায়ামটি এক মিনিট করে প্রতিদিন ৩বার করার চেষ্টা করুনএটি আপনার পেটের পেশীর ওপর অনেক চাপ সৃষ্টি করে, যা মেদ কমাতে কার্যকরী ভূমিকা রাখে

ব্যায়াম-২:  বোটিং

এর ভঙ্গিটা অনেকটা নৌকা চালানোর মতো
প্রথমে মেঝেতে বসুন
পা দুটো সোজা করে উপর দিকে ওঠান
হাত দুটো সোজা করে হাটু বরাবর রাখুন
কোমড় থেকে শরীরের উপরের অংশ সোজ করে এমনভাবে রাখুন যেন তা আপনার পায়ের সাথে সমকোণ তৈরী করে
এভাবে থেকে পাঁচবার জোরে জোরে শ্বাস নিন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন
এই ব্যায়ামটি দৈনিক পাঁচবার করার চেষ্টা করুন

ব্যায়াম-৩:  প্লাঙ্ক

উপুর হয়ে মেঝেতে শুয়ে পরুন
হাতের কুনুই থেকে কব্জি পর্যন্ত মাটিতে স্পর্শ করিয়ে এবং পায়ের আঙুলের উপর ভর দিয়ে শরীরটাকে উপরে ওঠানোর চেষ্টা করুন
আপনার পেট এবং কোমড়ের নিচের পেশীগুলোকে শক্ত করে ১০ সেকেন্ড ধরে রাখুন
এবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন
প্রতিদিন চার বার করে এই ব্যায়ামটি অনুশীলন করুন

Share this

Related Posts

Previous
Next Post »

.