.

ঘুম সম্পর্কে ১৫ টি তথ্য



ঘুম প্রতিটা প্রাণীর জন্যেই গুরুত্বপূর্ন

আপনি যখন ঘুমান তখন আপনার শরিরে কি হয় তা জানেন?

•→ আপনার ব্রেইন শক্তি লাভ করে
•→ আপনার শরিরের নষ্ট হওয়া সেল গুলো নিজে নিজে ঠিক হয়
•→ আপনার শরীর গুরুত্বপূর্ন হরমন মুক্ত করে

বয়স অনুপাতে আপনার ভিন্ন ধরনের ঘুম দরকার

_ বাচ্চাদের ১৬ ঘন্টা
_ ৩ থেকে ১২ বছর১০ ঘন্টা
_ ১৩ থেকে ১৮ বছর ১০ ঘন্টা
_ ১৯ থেকে ৫৫ বছর ৮ ঘন্টা
_ ৬৫ বছরের উপরে ৬ ঘন্টা
পুরুষ তার স্বপ্নে অন্য পুরুষ কে দেখে ৭০% সময়, কিন্তু নারী তার স্বপ্নে পুরুষ এবং নারী উভয়কেই সমান সময় দেখে
আমরা স্বপ্নে তাদের ই দেখি যাদের মুখ আমাদের পরিচিততবে যার মুখ আপনি প্রতিদিন দেখেন না তাকেও আপনি স্বপ্নে দেখেন
প্যারাসমনিয়া একটা ঘুমের রোগ যা আপনাকে ঘুমের মধ্যে অস্বাভাবিক কাজ করায়এই রোগের কারনে সংঘটিত হওয়া অপরাধ সমূহ
_ ঘুমের মধ্যে গাড়ী চালানো
_ ভুল চেক লেখা
_ হত্যা
_ শিশু নির্যাতন
_ ধর্ষন
১২% মানুষ সাদা কালো তে স্বপ্ন দেখেএই রেট আরো বারতে পারে,কিন্তু রঙ্গীন টেলিভিশন স্বপ্নকে রঙ্গীন করতে সাহাজ্য
করেছে
স্বপ্ন একটি স্বাভাবিক প্রক্রিয়া, যে মানুষ স্বপ্ন দেখে না সে অস্বাভাবিক
ঘুমের পোজিশন আপনার পারসনালিটি বহন করে
প্রতি ৪ জন বিবাহিত দম্পত্তির মধ্যে ১টি দম্পত্তি আলাদা খাটে ঘুমায়
১০ব্রিটিশ সৈন্য রাই প্রথম একটি উপায় আবিষ্কার করে একটানা ৩৬ ঘন্টা না ঘুমিয়ে থাকারযখন ক্লান্তি অনুভব করতো, তখন তারা একটা স্পেশাল মুখঢাকনি ব্যাবহার
করতো যা সূর্যের আলোর তীব্রতা বাড়িয়ে দিত এবং তাদের জাগিয়ে তুলতো

১১স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ঘুমায় :

_ কোয়ালাস : দিনে ২২ ঘন্টা ঘুমায়
_ ব্রাউন ব্যাট : দিনে ১৯.৯ ঘন্টা ঘুমায়
_ প্যানগোলিন্স : এরা দিনে ১৮ ঘন্টা ঘুমায়

সব চেয়ে কম ঘুমায় এমন স্তন্যপায়ী প্রানী :

_ গিরাফেস : ১.৯ ঘন্টা ঘুমায় দিনেঘুমের সময় ৫-১০ মিনিট
_ রো হরিন : ৩.০৯ ঘন্টা ঘুমায় দিনে
_ এশিয়াটিক এলিফেন্ট : ৩.১ ঘন্টা ঘুমায় দিনে
১২ডলফিন যখন ঘুমায়, তখন তার ব্রেইন এর অর্ধেক বন্ধ থাকেবাকি অর্ধেক তাকে শ্বাস নিতে সাহায্য করে
১৩আপনি না খেয়ে মরবেন না কিন্তু না ঘুমিয়ে মরবেন২ সপ্তাহ না খেয়ে থাকতে পারবেন কিন্তু ১০ দিন না ঘুমালে মারা পড়বেন
১৪অন্ধ মানুষ স্বপ্নে দেখতে পায়
১৫ঘুম থেকে ওঠার ৫ মিনিটের মধ্যে আপনি স্বপ্নের ৫০% ভুলে যাবেন১০ মিনিটের মধ্যে ৯০% ভাগ ভুলে যাবেন

Share this

Related Posts

Previous
Next Post »

.