.

শ্যাম্পু ছাড়াই চুলের যত্ন



চুল পরিস্কার করতে শ্যাম্পু ব্যবহার করেন না- এমন লোক খুব কমএকটা সময়ে সাবান দিয়েই হতো চুল পরিষ্কারের কাজটিকিন্তু শ্যাম্পু এখন এতোটাই সহজলভ্য যে চুল সুন্দর রাখতে কেউই আর সাবান ব্যবহার করেন না
কিন্তু শ্যাম্পু কি ঠিকঠাক মতো পারছে আপনার চুলের যত্ন নিতে? নামী-দামী ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেও প্রাণহীন আর অনুজ্জ্বল হয়ে পড়ছে চুল? তাহলে শ্যাম্পু সরিয়ে রাখুন- চুলের যত্নের দায়িত্ব তুলে দিন কিছু ভেষজ উপাদানের হাতে; যা দেবে শ্যাম্পুর চেয়েও বেশি উপকারিতা
সুফল মিলছে না শ্যাম্পুতে?
চিন্তিত হওয়ার নেই প্রয়োজন- এসব ভেষজের খোঁজে বনে-জঙ্গলে যেতে হবে নাসব উপাদান পাওয়া যায় হাতের নাগালেই
ক্যামোমিল চাঃ ক্যামোমিল চা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি চুলের জন্যওএক ধরনের ফুলের নির্যাস থেকে তৈরি এই বিশেষ চাপাতা মাথার রুক্ষ ত্বককে সতেজ করে এবং চুল মোলায়েম করে তুলতে পারেএজন্য ক্যামোমিল চা ফুটিয়ে ছেঁকে পানিটুকু শ্যাম্পুর মতো চুলে ঘষে মেখে ধুয়ে নিনঅথবা পানিতে চা পাতা ভিজিয়ে রেখে, সেই পানি দিয়েও চুল ম্যাসেজ করতে পারেনযে পদ্ধতিই অনুসরণ করুন, উপকার পাবেন নিশ্চিত
আমলকিঃ ভেষজ হিসেবে আমলকির গুণাবলীর তালিকা দীর্ঘচুলের যত্নেও এই ভেষজ ফলটি তুলনাহীনআজকাল তেল কিংবা শ্যাম্পু থেকে শুরু করে চুলের বিভিন্ন প্রসাধনেও ব্যবহৃত হচ্ছে আমলকিএতে আছে ভিটামিন সিযা মাথার ত্বকে তৈরি যে কোন ইনফেকশন সারাতে সহায়তা করেচুলকে করে তোলে সুন্দর ঝরঝরেখুশকির দৌরাত্ম্য দমনেও আমলকি উপকারিআমলকি কেটে দুধে ভিজিয়ে রাখুন ঘণ্টা কয়েকভিজিয়ে রাখা আমলকি বেটে পেস্ট তৈরি করুনতারপর সেই পেস্ট চুলে বিলি কেটে কেটে একেবারে চুলের গোড়ায় ঘষে ঘষে মাখুনএক ঘণ্টা রেখে দিনতারপর ধুয়ে ফেলুনপারলে আমলকির পেস্টের সঙ্গে মেহেদি পাতাও যোগ করতে পারেনআরো ভালো চুল পাবেন
লেবুঃ চুলের যত্নে লেবুও ভীষণ কার্যকরক্লিনজার হিসেবে লেবু খুব ভালো কাজ করেমাথার ত্বকের ব্যাকটেরিয়া দূর করতেও লেবু সাহায্য করতে পারেএজন্য এক মগ পানিতে একটি লেবু রস চিপে নিনসেই পানি চুলে ভালো করে লাগিয়ে রাখুন কিছুক্ষণতারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন তৈলাক্ত চুল ঝরঝরে করে তুলতে লেবুর রসের তুলনা নেই

Share this

Related Posts

Previous
Next Post »

.