.

অতিরিক্ত মেদ কমানোর জন্য আপনাকে যা যা করতে হবে



অতিরিক্ত মেদ কমানোর জন্য আপনাকে যা যা করতে হবেএগুলো নিয়মিত অনুসরণ করলে অবশই আপনি ১০০+% উপকার পাবেন
, সকালে ও সন্ধ্যায় এক গ্লাস করে লেবুর রস প্রতিদিন খাবেন
, যে খাদ্যতে চর্বির ভাগ বেশি সে খাদ্য বরজন করুন
, আহারের মাত্রা যেন বেশি না হয়একটু কম হলেই ভাল
, কাঁচা নুন খাবেন নাখাওয়ার সাথে পানি না খাওয়াই ভাল, খাওয়ার পর মিনিট পাঁচেক বিশ্রাম নিয়ে তারপর পানি খাবেন
, সপ্তাহে একদিন অন্তত উপবাস করার চেষ্টা করুনউপবাস সম্ভব না হলে এক বেলা খাবেন
, নিয়মিত শারীরিক পরিস্রম করবেন
, প্রাতঃভ্রমণ নিয়মিত করবেন
, নিয়মিতরূপে শরীরে মালিশ করবেন
সকালে অঙ্কুরিত ছোলা, ফলের রস, আপেল, আনারস, আটার রুটি(না চালা), পাতিলেবু, ডালিম, প্রচুর শসা খাবেনসপ্তাহে তিন দিনের বেশি মাছ খাবেন নাদিনে একবারই ভাত ও একবারই রুটি খাবেন

Share this

Related Posts

Previous
Next Post »

.